Translate

MORE

Monday, December 26, 2022

প্রকৃ্ত বন্ধু - গল্প

কদিন এক উজির ছদ্মবেশে তা্র উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বাজারের সবখানে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখছিলেন। হাটতে হাটতে তারা এক ক্রিতদাস বেচা-কেনার বাজারে পৌছলেন। উজির সাহেব ক্রিতদাসদের নিকটে গেলেন। তখন ক্রিতদাসদের একজন তাকে দেখে বলল, জনাব আপনা্র জামায ময়লা। উজির তা্র পাগ্রি খুলে দেখলেন, ক্রিতদাসের কথাই ঠিক। তখন তিনি তা্র সহচরদের দিকে তাকা্লেন। অতঃপর বললেন, “তোমরা এই ময়লা দেখছিলে তবুও আমাকে কিছুই বলোনি। এখন আমি বুঝতে পারলা্ম কে আমার আস বন্ধু।” অতঃপর উজির সেই ক্রিতদাসকে কিনে মুক্ত করে দিলেন।

FORE MORE CLICK HERE



No comments:

Post a Comment