নিচের গল্পটি "একতাই বল"-উক্তিটির একটি দৃষ্টান্ত।।
একদিন এক পাখি শিকারি পাখি ধরার উদ্দেশ্যে কোনো এক জলাশয়ের পাশে তার জালটি পেতে রাখলো। জালের ভিতরে রাখা ছিল শস্যকণা, যা দেখে অনেক পাখি এসে তার জালের ওপর বসলো। এভাবে পাখিগুলো শিকারির ফাঁদে আটকা পড়ে গেল। কিন্তু যখনই পাখিগুলো ধরার জন্য শিকারি জাল গুটাবে, তখনই পাখিগুলো জানসহ উড়তে শুরু করল। পাখিগুলোর একত্রে উড়ার প্রচেষ্টা এবং সহযোগিতা দেখে শিকারি খুবই অবাক হলো।
“কীভাবে পাখিগুলো একই সঙ্গে উড়ে যাচ্ছে!”
শিকারি আশ্চর্য হয়ে তা দেখছিল। সে সিদ্ধান্ত নিলো, পাখিগুলোকে সে অনুসরণ করবে আর তার শেষ পরিণতি কী হয় তা সে দেখে নেবে।
পথে এক ব্যক্তির সাথে শিকারির দেখা হলো। পথিক তাকে জিজ্ঞাসা করল, “এত দ্রুতগতিতে তুমি কোথায় যাচ্ছো?”
শিকারি আকাশে উড়ন্ত পাখিগুলোর দিকে ইশারা করে লোকটিকে বলল, “আমি ওগুলোকে ধরতে যাচ্ছি।”
শিকারির কথা শুনে পথিক হেসে বলল, “আল্লাহ তোমায় জ্ঞান দান করুক!
তুমি কি সত্যিই উড়ন্ত ওই পাখিগুলো ধরতে পারবে?”
শিকারি জবাব দিলো, “জালে যদি মাত্র একটি পাখি থাকত তাহলে আমি কখনো তা ধরার আশা করতাম না। কিন্তু ওখানে অনেকগুলো পাখি আছে। সুতরাং অপেক্ষা করো এবং দেখো কী হয় । আমি ওগুলোকে অবশ্যই ধরব।”
এরই মধ্যে রাত নেমে এলো, পাখিগুলো তখন তাদের নিজ নিজ বাসায় ফেরত যেতে চাইল। তাদের মধ্যে কেউ যেতে চাইল গাছে, কেউবা জলাশয়ে, আবার কেউবা পাহাড়ে কিংবা ঝোপ-ঝাড়ে । অর্থাৎ তাদের নিজ নিজ বাসায় যেতে জালটাকে একেকটা পাখি একেক দিকে টানতে লাগল । ফলে জালসহ সব পাখিই নিচে পড়ে গেল। আর অমনি শিকারি তার জাল ধরে টান দিলো, সাথে সব পাখি ধরা পড়ল। শিকারীর কথাই সত্য হলো।
FOR MORE CLICK HERE
No comments:
Post a Comment